তিন রাকাত ফরজ নামাজের নিয়ম সহজভাবে শিখুন

তিন রাকাত ফরজ নামাজের নিয়ম সহজভাবে শিখুন

১. প্রথমে অজু করে পবিত্র হয়ে জায় নামাজে দাঁড়িয়ে জায় নামাজের দোয়া পড়বে।

তিন রাকাত ফরজ নামাজের নিয়ম

২. মনে মনে নিয়ত করবে,কোন ওয়াক্তের নামাজ এখন পড়বেন? সূন্নত,ফরজ,ওয়াজিব না নফল নিয়তে তা উল্লেখ করুন। এবং আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার পরে নারীরা বুকের উপর ও পুরুষেরা নাভীর উপরে হাত বাঁধবে (বাম হাঁতের উপরে ডান হাত)। 

৩. সানা পড়বে। 

৪. এবার মনে মনে -আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠ করুন।

৫. সূরা ফাতিহা পড়বে এবং তারপরে অন্য একটি সূরা মিলাবে।

৬. ধীর-স্থিরভাবে রুকু ও দুই সিজদা করে উঠে দাঁড়াবে এবং পূর্বের ন্যায় হাত বাঁধবে।

৭. সূরা ফাতিহা পড়বে এবং অন্য কোন সূরা মিলাবে।

৮. পূর্বের ন্যায় রুকু সেজদা করে উঠে না দাঁড়িয়ে সোজা হয়ে  (প্রথম বৈঠক),এবং তাশাহুদ পাঠ করবে।

৯. আল্লাহু-আকবার বলে উঠে দাঁড়িয়ে হাত বাঁধবে এবং সূরা ফাতিহা পাঠ করবে। ফরজ নামাজ না হলে সূরা ফাতিহার পর আরেকটি সূরা মিলাবে।

১০. ৩ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ত বিতরের নামাজ হলে তৃতীয় রাকাতে রুকু সেজদার আগে পুনরায় একটি তাকবির দিয়ে হাত বাঁধবে এবং দোয়া কুনুত পাঠ করবে।

১১. সম্পূর্ণভাবে রুকু-সেজদা করবে এবং উঠে না দাঁড়িয়ে বৈঠকে বসবে। বৈঠকে তাশাহুদ,দরুদ ও দোয়া মাসুরা পাঠ করবে। অতঃপর ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।

    আরো পড়ুন

তিন রাকাত ফরজ নামাজের নিয়ম সহজভাবে শিখুন তিন রাকাত ফরজ নামাজের নিয়ম সহজভাবে শিখুন Reviewed by Admin on ফেব্রুয়ারী ২২, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.