শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

চার রাকাত নামাজের নিয়ম। Namaz Porar Niom সহজভাবে শিখুন

চার রাকাত নামাজের নিয়ম সহজভাবে শিখুন 

১. প্রথমে অজু করে পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়বেন।

চার রাকাত নামাজের নিয়ম
২. মনে মনে নিয়ত করুন,কোন ওয়াক্তের নামাজ এখন পড়বেন? সূন্নত,ফরজ,ওয়াজিব না নফল নিয়তে তা উল্লেখ করবেন এবং আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার পরে নারীরা বুকের উপর ও পুরুষেরা নাভীর উপরে হাত বাঁধবে (বাম হাঁতের উপরে ডান হাত রাখবেন)

৩. সানা পড়বেন।

৪. এবার মনে মনে -আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রাহমানির রাহীম পাঠ করবেন।৫. সূরা ফাতিহা পড়বেন এবং তারপরে অন্য একটি সূরা মিলাবেন।

৬. ধীর-স্থিরভাবে রুকু ও দুই সিজদা করে উঠে দাঁড়াবেন এবং পূর্বের ন্যায় হাত বাঁধবেন।

৭. সূরা ফাতিহা পড়বে এবং অন্য কোন সূরা মিলাবেন।৮. পূর্বের ন্যায় রুকু সেজদা করে উঠে না দাঁড়িয়ে সোজা হয়ে বসবেন (প্রথম বৈঠক),এবং তাশাহুদ পাঠ করবেন।

৯. আল্লাহু-আকবার বলে উঠে দাঁড়িয়ে হাত বাঁধবেন এবং সূরা ফাতিহা পাঠ করবেন। ফরজ নামাজ না হলে সূরা ফাতিহার পর আরেকটি সূরা মিলাবেন।

১০. রুকু সেজদা করে সোজা হয়ে দাঁড়িয়ে হাত বাঁধবেন। তৃতীয় রাকাতের নিয়মানুযায়ী সূরা পাঠ করবেন।

১১. সম্পূর্ণভাবে রুকু-সেজদা করবে এবং উঠে না দাঁড়িয়ে বৈঠকে বসবেন। বৈঠকে তাশাহুদ,দরুদ ও দোয়ায় মাসুরা পাঠ করবেন। অতঃপর ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।


(বি:দ্র) namaz er niyom সম্পর্কে আমাদের সঠিক ঙ্গান অর্জন করা প্রত্যেক মুসলমানদের উপর ফরয। কাজেই namaz ar niyom সকলের জানা উচিত! namaz ar niom জানা থাকলে আমাদের সকল নামাজ সঠিক ও সহী হবে।

আরো পড়ুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন