গোসল কী ও কতটুকু গুরুত্বপূর্ণ।
ইসলামের পরিভাষায় গোসল করা হল সমস্ত দেহ ধৌত করার মাধ্যমে পূর্ণ পবিত্রতা অর্জনের একটি পন্থা যা আমাদের জীবনে দৈহিক গোসল করতে হয়। কথিপয় ধর্মীয় উপাসনা এবং আচার-আনুষ্ঠান পালনের পূর্বশর্ত হচ্ছে গোসল করা।
সকল প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারীর যৌনসঙ্গম , যৌনস্থলন (যেমন : বির্যপাত), রজস্রাবঃ সমাপ্তির পর, সন্তান প্রসবের পর এবং স্বাভাবিক কারণে মৃত্যুর পর গোসল করা ফরজ (বাধ্যতামূলক) হয়। তাছাড়া, শুক্রবার জুম্মার নামাজের পূর্বে, ঈদের নামাজের পূর্বে, এহরামের পূর্বে, হজ্জের জন্য প্রস্তুত হওয়ার সময়,অজ্ঞান হওয়ার পর সচেতন হলে অথবা আনুষ্ঠানিকভাবে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে গোসল করা মুস্তাহাব (উৎসাহিত করা হয়)। শিয়া মতে, তওবার নামাযের পূর্বে গোসল করতে হয়।গোসল না করলে কী হয়.?
গোসল হলো মানুষের দৈহিক জীবনে সুস্থ থাকার একটি অংশ। অপবিত্র বা কোনো ময়লা শরীরে লেগে গেলে আমাদের পানি দিয়ে ধৌত করতে হয় বা গোসল করতে হয়। তখন মনে একটি ধারণা আসে এই ধৌত করার মাধ্যমে আমাদের শরীর পাক ও পবিত্রতা প্রকাশ পায়। যদি মানুষ গোসল না করে তাহলে শরীরে গন্ধের সৃষ্টি হয় এবং রোগ জীবাণু বৃদ্ধি পায়। তাছাড়া গোসল না অবস্থায় পাক পবিত্রতা বৃদ্ধি পায় না। কাজেই গোসল করা আমাদের জীবনে সুস্থ থাকার একটি বড় নিয়ামত।
0 মন্তব্যসমূহ