সেহরীর পরিচয় বা রোজার নিয়ত
রমাদ্বান মোবারক বা রমজান শরীফ মাসে শেষ রাতের খাবারকে সাহরী বলা হয়। অর্থাৎ সুবহি ছাদিক্বের পূর্বে রোযা রাখার নিয়্যতে পানাহার করাকে সাহরী বলা হয়। সাহরী করা খাস সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদীছ শরীফ-এ ইরশাদ করেছেন, তুমরা সাহরী খাও, কেননা সাহরী খাওয়ার মধ্যে বরকত রয়েছে। (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
রোযার নিয়ত /rojar niyot
আরবি-উচ্চারন
ﻧﻮﻳﺖ ﺍﻥ ﺍﺻﻮﻡ ﻏﺪﺍ ﻣﻦ ﺷﻬﺮ ﺭﻣﻀﺎﻥ ﺍﻟﻤﺒﺎﺭﻙ ﻓﺮﺿﺎ ﻟﻚ ﻳﺎﺍﻟﻠﻪ ﻓﺘﻘﺒﻞ ﻣﻨﻰ ﺍﻧﻚ ﺍﻧﺖ ﺍﻟﺴﻤﻴﻊ ﺍﻟﻌﻠﻴﻢ
বাংলা-উচ্চারন সহ দেওয়া হল
নাওয়াইতু আন আছুমা-গাদাম মিন সাহরি রামাদানাল মোবারাকী, ফারদ্বাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম।
বাংলা অর্থ
হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তুমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার নিয়্যত করলাম,অতএব তুমি আমার পক্ষ হতে কবুল করো,নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
মাসআলা-
কেউ যদি সুবহি ছাদিক্বের পূর্বে নিয়্যত করতে ভুলে যায় তাহলে তাকে দ্বি-প্রহরের পূর্বে নিয়্যত করতে হবে। তখন এভাবে নিয়ত করবেন
আরবি-উচ্চারন: اللهم إني نويت صيام يوم من شهر رمضان المبارك فرضًا لك يا الله، فتقبله مني إنك أنت السميع العليم.
বাংলা-উচ্চারন:
নাওয়াইতু আন আসুমাল ইয়াওমা মিন শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বাল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বাব্বাল মিন্নী ইন্নাআকা আংতাস সামিউল আলিম।
বাংলা অর্থ:
হে আল্লাহ!আজকের পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার নিয়ত করলাম,অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর,নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
বিশেষ দ্রষ্টব্য:মৌখিক নিয়ত বাধ্যতামূলক নয়। নিয়ত না করলে রোজা হবে না এমন নয়। নিশ্চই আল্লাহ আপনার মনের খবর রাখেন। নিশ্চই তিনি অবগত রয়েছেন যা আপনি প্রকাশ্যে করেন আর যা গোপনে করেন।
0 মন্তব্যসমূহ