কালিমায়ে তাইয়্যেবা সহি শুদ্ধভাবে শিখুন | কালেমা তাইয়্যেবা আরবি ও বাংলা

কালেমা তাইয়্যেবা বাংলা আরবি অর্থ ও ফজিলত 

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ

বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম । লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌।

কালেমা তাইয়্যেবা বাংলা আরবি অর্থ ও ফজিলত

বাংলা অর্থঃ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁহার প্রেরিত রাসুল।

English Meaning: In the name of Allah, Most Gracious, Most Merciful.There is no God but Allah, Muhammad (Sall-Aallahu Alayhi wa Sallam) is the messenger of Allah.

কালেমা তাইয়্যেবা ফজিলত 

কালেমা তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ হলো ইসলামের মৌলিক বিশ্বাসের মূল ভিত্তি এর মাধ্যমে মুসলমানরা আল্লাহর একত্ব ও মুহাম্মাদ (সা.)-এর নবুয়ত স্বীকার করে থাকে।

তবে এর ফজিলত অসীম। হাদিসে এসেছে, এই কালেমা পাঠ করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায় যদি তা ঈমানের সাথে বলা হয়। এটি জান্নাতের চাবিকাঠি কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল এবং হৃদয়কে প্রশান্ত করে থাকে। মৃত্যুর সময় যে এই কালেমা পড়ে, সে জান্নাতে প্রবেশ করবে। তাওহিদে দৃঢ় বিশ্বাস রাখার জন্য এটি সর্বোত্তম দোয়া।

আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ